বিভিন্ন খাদ্য বিভিন্ন পুষ্টি গুণসম্পন্ন হয়। কিন্তু ওইসব খাবার থেকে সেই পুষ্টিগুণ নাও মিলতে পারে। কারণ রান্নার কৌশল। যেমন- সিদ্ধ করে রান্না করলে পানির মধ্যে ভিটামিন-বি, সি ও খনিজ লবণ দ্রবীভূত হয়। সেই পানি পরে ফেলে দেয়ার কারণে মূল তরকারিতে ভিটামিন আর তেমন অবশিষ্ট থাকে না। ঝলসানো বা সেঁকে রান্নার কারণে ভিটামিন গুলো ধীরে ধীরে নষ্ট হয়। এমনকি বাতাসে বেশিক্ষণ ফেলে রাখলেও খাবারের পুষ্টিগুণ নষ্ট হতে থাকে। গোশত রান্নার ক্ষেত্রে এ অপচয় হয় অনেক বেশি। গোশতের প্রধান উপাদান প্রোটিন কিন্তু বেশি...

